পেশ কালাম
মুহতারাম সালাহুদ্দীন সাহেব, সম্পাদক ‘দৈনিক জাসারাত’ করাচী, তাঁর এই গ্রন্থে মৌলিক অধিকার সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ থেকে এতটা পূর্ণাঙ্গ, বিস্তারিত ও তথ্যবহুল আলোচনা করেছেন যে, সম্ভবত ইতিপূর্বে কেউ এই বিষয়ের উপর এইরূপ তথ্যবহুল আলোচনা করেননি। গ্রন্থখানির অধ্যয়ন এই বিষয়ের হৃদয়ঙ্গম করার জন্য ইনশাআল্লাহ অনেক উপকারী হবে। গ্রন্থখানি আরবী ও ইংরেজীসহ অন্যান্য ভাষায় অনূদিত হলে কতইনা ভালো হতো।
সম্মানিত গ্রন্থকারকে ইতিপূর্বেও তাঁর মৌলিক অধিকার হতে বঞ্চিত করা হয়েছিল এবং এই গ্রন্থ রচনাকালেও তাঁকে জননিরাপত্তা আইনে বন্দী করা হয়। এই অবস্থায় তাঁর গ্রন্থখানির প্রকাশ বুদ্ধিভিত্তিক দিক হতে উপকারী হওয়া ছাড়াও উপদেশ গ্রহণের উপকরণও হবে। যে ব্যক্তিই একদিকে এই বইখানি দেখবে এবং অন্যদিকে লেখককে তাঁর মৌলিক অধিকার হতে বঞ্চিত দেখবে তখন সে নিজেই অনুভব করবে যে, ইসলামে ন্যায়বিচারের নীতিমালা এবং পৃথিবীভর ন্যায়বিচারের স্বীকৃত নীতিমাল কি, পক্ষান্তরে আমাদের দেশে কি জুলুম করা হচ্ছে।
আবুল আলা মওদূদীলাহোর২৭ অক্টোবর, ১৯৭২ ইং।